ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব ইরানের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৫ এএম

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আঞ্চলিক বাণিজ্য জোরদার করতে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সদস্য দেশগুলোর মধ্যে একটি একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) তেহরানে তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘একটি অভিন্ন আঞ্চলিক মুদ্রা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। সদস্য দেশগুলোর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মিল থাকায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব।’

ইসিও গঠিত হয় ১৯৮৫ সালে ইরান, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০। এর মধ্যে রয়েছে মধ্য এশিয়ার পাঁচ দেশ—তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান। এছাড়া আজারবাইজান ও আফগানিস্তানও আছে। সংগঠনটির সদস্য দেশগুলোর মোট জনসংখ্যা ৫৫০ মিলিয়নেরও বেশি।

তবে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, যা তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের বাণিজ্য ও আর্থিক লেনদেন মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। এর ফলে ইরানি রিয়াল ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং দেশে মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে বেড়ে চলছে।

HN
আরও পড়ুন