ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিনেতা ধর্মেন্দ্র আইসিইউতে 

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  কিন্তু শনিবার (১ নভেম্বর) জানা গেছে, ৮৯ বছর বয়সী এই অভিনেত বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন।

তবে, পরিবারের পক্ষ থেকে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যমকে তারা জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আপাতত ভালো আছেন।

ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল সূত্রের ভাষ্য, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, তবে রাতে ভালো ঘুমিয়েছেন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়েছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ। তার অবস্থা স্থিতিশীল, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

এখনো পর্যন্ত ধর্মেন্দ্রর ছাড়পত্র (ডিসচার্জ) নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিজেদের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন।

এর আগে, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সে সময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তার ভারে যে তিনি নুইয়ে পড়েননি, পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তখন সে কথাই স্পষ্ট জানিয়েছিলেন ধর্মেন্দ্র।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

FJ
আরও পড়ুন