ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শহীদ মীর মুগ্ধর যমজ ভাই বিএনপিতে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধর যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

যোগদানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্নিগ্ধকে অভিনন্দন জানাচ্ছেন এবং দোয়াও করছেন। একজন লিখেছেন, ‘অসাধারণ।’ আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ আরেক মন্তব্যে বলা হয়েছে, ‘বিএনপি পরিবারে আপনাকে স্বাগত।’ যুবদলের একজন নেতা মন্তব্য করেছেন, ‘মুগ্ধর ভাই এখন বিএনপির, কপাল পুড়ল এনসিপির।

DR
আরও পড়ুন