ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহরুখ নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

বলিউড বাদশা শাহরুখ খান এবার নিজেই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। ২ নভেম্বর নিজের ৬০তম জন্মদিনে ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। এক মাথা কাঁচাপাকা চুল, তীক্ষ্ণ দৃষ্টি আর আগ্রাসী লুকে শাহরুখকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন দর্শকরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি নিয়ে এখন বলিউডজুড়ে তুমুল আলোচনা।

এবার শাহরুখ ভক্তদের চোখ কপালে তোলার মতো খবর সামনে এসেছে। জানা গেছে, আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্যর জন্য ছবির বাজেট বেড়েছে দ্বিগুণেরও বেশি। প্রাথমিক বাজেট ছিল দেড়শ কোটি রুপি। যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিনশ কোটি রুপিতে। এর সঙ্গে এখনো যুক্ত হয়নি শাহরুখের পারিশ্রমিক, প্রমোশন বা বিপণনের খরচ। ধারণা করা হচ্ছে শাহরুখের অভিনয় জীবনে সর্বোচ্চ ব্যায়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। 

ভারতীয় গণমাধ্যমকে একটি সূত্র বলেন,‘কিং’ শুরুতে ছিল একটি অ্যাকশন-থ্রিলার সিনেমা, যেখানে শাহরুখ খানের একটি এক্সটেন্ডেড ক্যামিও থাকার কথা ছিল। আর পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। তখন বাজেট ধরা হয়েছিল মাত্র ১৫০ কোটি রুপি। কিন্তু গল্পটি আরো বড় পরিসরে বলার সুযোগ ছিল। এরপর সিদ্ধার্থ আনন্দ যখন সিনেমাটির সঙ্গে যুক্ত হন, তখন শাহরুখের সঙ্গে আলোচনা করে সিনেমাটি বড় পরিসরে নির্মাণের সিদ্ধান্ত নেন।’

সিনেমাটিতে ছয়টি অ্যাকশন দৃশ্য থাকবে, যার মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং বাকি তিনটি সেটে শুট করা হবে। এর আগে শাহরুখ খানের অ্যাকশন ধর্মী সিনেমা ‘পাঠান’ নির্মাণের বাজেট ছিল ২৫০ কোটি রুপি এবং ‘জাওয়ান’ এর বাজেট ৩০০ কোটি রুপি। 

‘কিং’ সিনেমার মাধ্যমে বলিউড অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখকে। 

NB
আরও পড়ুন