ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জামায়াতের মনোনয়ন পাওয়া নিয়ে যা বললেন আজহারি

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি অবশেষে নিশ্চিত করলেন যে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনয়নে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে দাবি করা হয়, ঢাকার একটি আসনে আজহারিকে মনোনয়ন দিয়েছে জামায়াত। পরে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় তথ্যটি সঠিক নয়, বরং গুজব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে মিজানুর রহমান আজহারি বলেন, মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ।

এ ছাড়া, ওই পোস্টের কমেন্টবক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

কমেন্ট বক্সে আজহারি আরও লেখেন, অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ।

তথ্য যাচাই করা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করা উচিত নয় উল্লেখ করে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই। 

NB/AHA
আরও পড়ুন