ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের অনন্য রেকর্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দিনে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নতুন ইতিহাস গড়েছেন। পঞ্চম দিনের শুরুতে মাত্র ১ উইকেট দূরে থাকা মাইলফলকটি তিনি শেষ পর্যন্ত ছুঁলেন এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২৫ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ টেস্ট উইকেটের রেকর্ড স্থাপন করলেন।

পঞ্চম দিন সকালে বাংলাদেশের উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। ১৩ ওভার শেষেও উইকেটের দেখা পায়নি। এরপর তাইজুল ইসলাম আঘাত হানেন আইরিশ ইনিংসে। 

তার একটু দ্রুতগতিতে করা বলটি গিয়ে আঘাত হানে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ম্যাকব্রাইন। সে রিভিউ অবশ্য তাকে রক্ষা করতে পারেনি। ২১ রানে ফেরেন তিনি।

আর তাতেই তাইজুল গড়ে ফেলেছেন রেকর্ডটা। ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তাতে বাংলাদেশও পেল নতুন এক অভিজ্ঞতা। ২৫ বছরেও যে কোনো বাংলাদেশি টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি। তাইজুলই প্রথমবারের মতো গড়লেন এই রেকর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে এবার তিনি ছুঁয়ে ফেললেন ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

NB/AHA
আরও পড়ুন