ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে বোমা হামলা, নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরছেন লঙ্কানরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলার পর নিরাপত্তা উদ্বেগে দেশে ফিরছেন শ্রীলঙ্কা জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে থাকা লঙ্কান দল প্রথম ম্যাচে হারের পরই এই অনিশ্চয়তার মুখে পড়েছে।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। 

ভয়াবহ এই জঙ্গি হামলা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। 

বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা। এসএলসি জানিয়েছে, তারা জানতে পেরেছে যে, পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন।

আরও জানানো হয়, এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আশ্বস্ত করা হয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

NB/AHA
আরও পড়ুন