বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র ও বন্ড সার্ভিস নেয়া গ্রাহকরা নিকটস্থ বাণিজ্যিক ব্যাংক থেকে সেবা নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক।
গ্রাহকদের সেবা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকী।
তিনি জানান, গ্রাহকদের সেবা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নজরদারি রাখবে কেন্দ্রীয় ব্যাংক। একইসাথে সেবা নিশ্চিতে একটি কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে।
নভেম্বরের ১৯ দিনে এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স