ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: মির্জা ফখরুল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

দেশের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশ নেওয়ার অবস্থায় নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হলে,চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া হবে সম্ভব হবে কিনা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন।

‘প্রায় দুই-আড়াই ঘণ্টা ধরে তারা সভা করে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি কীভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়েও তারা মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজনের বিষয়েও কথা বলছেন। তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মত কোন শারীরিক অবস্থায় নেই। আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থা যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা।’ 

তিনি আরও বলেন, তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ভিসা থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি কাজ মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি প্রয়োজন হয় এবং যদি দেখা যায় সি ইজ রেডি টু ফ্লাই। তখন তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

LH
আরও পড়ুন