বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এ নিয়ে আলাদা কোনো জটিলতা নেই।
তিনি আরও বলেন, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে খালেদা জিয়ার স্বাস্থ্যসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সরকার স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে।
তবে তারেক রহমানের ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বেগম জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকরে সব সংস্থাকে নির্দেশ