ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাসচাপায় অটোভ্যানের ২ যাত্রী নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ এএম

দিনাজপুরের চিরিরবন্দর হাইওয়ে মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) রাজাপাড়া মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রংপুর থেকে পঞ্চগড়ের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আদুরী (১৮) ও মোর্শেদা বেগম (৩৫) নামে দুই ইপিজেড কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো: মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। এ সময় একটি ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। 

ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) সামনে রাজাপাড়া মোড়ে পৌঁছালে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় ১৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

HN
আরও পড়ুন