বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরস্থ হাইকমিশনে বিশেষ শোকবই খোলা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শোকবইটি উন্মুক্ত করা হয়। এতে কুয়ালালামপুরে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনৈতিক মিশনের সদস্যদের স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত হয়ে শোক প্রকাশ করছেন।
হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, শোকবইটি নিম্নোক্ত সময়ে সর্বসাধারণের (আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট) জন্য উন্মুক্ত থাকবে:
১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশি-বিদেশি কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবন ও বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে শোকবার্তায় শ্রদ্ধা জানাচ্ছেন দর্শনার্থীরা।
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক