বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরাক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইরাকের অধস্তন আদালত কর্তৃক ইরাকি নাগরিক হত্যার দায়ে তিনজন ইরাকি নাগরিকসহ একজন বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এ দণ্ডের বিষয়টি দূতাবাস অবগত হওয়ার পর সুপ্রিম কোর্টে দণ্ডের আদেশ পুনর্বিবেচনার জন্য যুক্তিসহ আবেদন করে।

তারই পরিপ্রেক্ষিতে ইরাকের সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের দণ্ডের আদেশটি পুনর্বিবেচনা করে বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস প্রদান করেছেন এবং অপর তিনজন ইরাকি আসামির মৃত্যুদণ্ড আদেশ বহাল রেখেছেন।

SN
আরও পড়ুন