ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লন্ডনে বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চালু করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন। গত ৩০ ডিসেম্বর দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় ‘এনআইডি পাইলট প্রজেক্ট’ নামে এ কার্যক্রম উদ্বোধন করেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

তিনি বলেন, এনআইডি কার্ডের জন্য বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ এবং বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। প্রবাসীদের মধ্যে যাদের বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ নেই। তারা বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ওয়েবসাইটের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে তাদের বাংলাদেশের জন্ম-নিবন্ধন সনদ দেওয়া হবে। যার মাধ্যমে তারা হাইকমিশন থেকে ই-পাসপোর্ট এবং এনআইডি নিতে পারবেন।

FI
আরও পড়ুন