ভারতের মুম্বাইয়ে অবৈধভাবে বসবাসকারী আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ভারতের পাসপোর্ট ও বিদেশি আইনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘ চার বছর সেখানে অবস্থান করছে তারা।
মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এর আগে গত ১১মার্চ নবি মুম্বাই পুলিশের মানবপাচার বিরোধী একটি সেলের সদস্যরা শাহবাজ গ্রামের বেলাপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান। এ সময় ফ্ল্যাটটি থেকে ২০ থেকে ৪০ বছর বয়সী পাঁচজন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করা হয়।
