ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের বড় সাফল্য

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক সাফল্যের কারণে রোমানিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এখন থেকে তারা ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা ও সাক্ষাৎকার ভারত ছাড়াও ভিয়েতনাম এবং থাইল্যান্ডে দিতে পারবেন। এই নতুন ব্যবস্থা তাদের জন্য একটি বড় সুখবর।

গত ৩১ আগস্টে দৈনিক খবর সংযোগে প্রকাশিত ‘বাংলাদেশে দূতাবাস সংকট: আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের চ্যালেঞ্জ ও প্রভাব’ শিরোনামে একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

এর আগে, বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা ইউরোপীয় ভিসা ও ভ্রমণ সংক্রান্ত বিষয়ে ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন। কিন্তু গত দুই মাসে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেয়। কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারত বাংলাদেশে তাদের দূতাবাস কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে সীমিত কার্যক্রম চালু করলেও, ভিসা আবেদনের স্লট না থাকায় শিক্ষার্থীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

এ পরিস্থিতিতে রোমানিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা 'দৈনিক খবর সংযোগের' সাথে যোগাযোগ করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমিনুল ইসলাম তৃপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. দাউদ আলী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে বাংলাদেশে দ্রুত রোমানিয়া দূতাবাস স্থাপন অথবা ভিসা কার্যক্রমে বিকল্প ব্যবস্থার জোর দাবি জানানো হয়।

পরবর্তীতে গত ৪ আগস্টে রাষ্ট্রদূত মো. দাউদ আলী রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সরাসরি বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক, বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে হেনস্থা ও ভিসা প্রক্রিয়ায় চলমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। এই বৈঠকের ফলস্বরূপ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিকল্প ভিসা প্রক্রিয়ার সুযোগ সৃষ্টি করা হয়, যার মাধ্যমে তারা এখন থেকে থাইল্যান্ড ও ভিয়েতনামতে তাদের ভিসা সাক্ষাৎকার দিতে পারবেন। 

এছাড়া বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস স্থাপনের বিষয়েও আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এই কূটনৈতিক সাফল্য বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য একটি বড় আশার আলো হিসেবে দেখা দিয়েছে, যারা বর্তমানে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিভিন্ন সেক্টরে কর্মরত। রোমানিয়ার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোও একই ধরনের উদ্যোগ নিতে পারে বলে মনে করছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

NC/WA
আরও পড়ুন