মালয়েশিয়ায় কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
রোববার (২২ জুন) হাইকমিশনের মিডিয়া উইং প্রধান সুফি আব্দুল্লাহিল মারুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (২১ জুন) মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তানে একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। এতে অংশ নেয় প্রায় দুই শতাধিক শ্রমজীবী প্রবাসী। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মো. শামীম আহসান। এরপর প্রবাসীদের মধ্য থেকে একজন প্রতিনিধি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
এ সময় প্রবাসীদের ব্যাংকের মাধমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে হাইকমিশনার বলেন, বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, মালয়েশিয়ায় সফল বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ী অলি ইসলাম, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিট্যান্স হাউজ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার ও সিবিএল মানি ট্রান্সফারের প্রতিনিধিরা।
