ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটসাল টুর্নামেন্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৬০ হাজার টাকা ও রানার আপ পাবে ৩৬ হাজার টাকা।

আগামী সোমবার (২০ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরের আম্পাং এ দিনব্যাপি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ।

তিনি বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু স্বস্তি ও প্রশান্তি এনে দিতে আমাদের এই আয়োজন। একটা দিন আমরা আনন্দ আর উল্লাসে সুন্দর সময় কাটাতে চাই। সফল একটি টুর্নামেন্টের জন্য সবার সহযোগিতা চান তিনি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান, কমিউনিটি নেতা মো. জসীমউদ্দিন। তিনি বলেন, এ আয়োজন সত্যিই অসাধারণ। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে।

 এ সময় বিভিন্ন দলের ম্যানেজার, ক্যাপ্টেন ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

MH/MMS
আরও পড়ুন