ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেদারল্যান্ডসের ভিসার আবেদন করা যাবে ঢাকাতেই

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম

নেদারল্যান্ডসের ভিসা আবেদন এখন বাংলাদেশ থেকেই করা যাবে। নেদারল্যান্ডস দূতাবাস আগামী ২ নভেম্বর থেকে স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা আবেদন নেওয়া শুরু করবে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নিয়েছে।

এতে বলা হয়, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। আগামী ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

বার্তায় আরও বলা হয়, স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন, সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় শুরু হবে।

প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করা ক‌রে‌ছে দূতাবাস।

SN
আরও পড়ুন