ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালদ্বীপে ল্যান্ডিং ক্রাফট ডুবে বাংলাদেশি শ্রমিক নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

মালদ্বীপের রাজধানী মালের মালদ্বীপ পোর্টস লিমিটেড (এমপিএল) বন্দরের বাইরে একটি ল্যান্ডিং ক্রাফট (এক প্রকার জলযান) ডুবে যাওয়ার ঘটনায় একজন প্রবাসী বাংলাদেশিসহ দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় কর্মী। যার মধ্যে দুইজন বিদেশি নাগরিক এবং বাকিরা স্থানীয়।

ল্যান্ডিং ক্রাফট ডুবে যাওয়ার ঘটনা ঘটে রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে। একটি খননকারী যন্ত্র খালাস করার সময় ল্যান্ডিং ক্রাফটটি উল্টে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত দুইজন হলেন বাংলাদেশি মাসুদ হোসেন (৩২) ও স্থানীয় নাগরিক আলি আফলাহ আবদুল্লাহ (২৫)।

সোমবার (৩ নভেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হোসেনের বাড়ি চাঁদপুর জোলার হাজিগঞ্জ উপজেলার পাটানিশ গ্রামে। তার পিতার নাম সোলেমান।

এই কর্মকর্তা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মরহুম মাসুদের রুহের মাগফেরাত কামনাসহ তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
মালদ্বীপ পোর্টস লিমিটেডও তাদের দুই কর্মীর আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 
 
দুর্ঘটনার সময় ল্যান্ডিং ক্রাফটিতে ১৪ জন কর্মী ছিলেন। ঘটনার পরপরই আহতদের মধ্যে তিনজনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) ভর্তি করা হয়। পরে আরও তিনজন আহতকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে স্থানীয় আলি আফলাহ আবদুল্লাহ মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের আঘাতের মাত্রা এখনও নির্ধারণ করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এর আগে সপ্তাহ দুই আগেও একটা ল্যান্ডিং ক্রাফট ডুবে যায়। তাতে তিনজন নিহত হন। 

DR
আরও পড়ুন