রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত বাসে এক নারীকে হেনস্তা করার ঘটনায় রমজান পরিবহণের হেলপার নিজামুদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শুক্রবার (৩১ অক্টোবর) র্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নিজামুদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ঘটনাটি ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র্যাবের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, বাসে নিজামুদ্দিন এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং তার গায়ে হাত তোলে। ঘটনার সময় অন্য যাত্রীরা বাধা দেননি।
হেনস্তার শিকার সিদরাতুল মুনতাহা রহমান তীব্র ফেসবুকে একটি ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভিডিওটি করা হয়েছে যাতে তার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।