ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১,২৫৬ জন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জন আসামিসহ মোট ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জন ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২টি চাইনিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ১টি কার্তুজ, গুলির একটি খণ্ডিত অংশ এবং ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

DR
আরও পড়ুন