ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিরপুরে বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৪

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম

রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩২ লাখ টাকা লুটের ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৩১ অক্টোবর) র‍্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর সদরঘাট ও একই দিন দুপুরে ভোলা সদর উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মূল হোতা মো. বিল্লাল হোসেন, মো. হোসেন সোহান (৩৩), বকুল বিবি (৫৬) ও কুলসুম বিবি (৫০)। এর মধ্যে সোহান ও বকুল বিবি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং কুলসুম বিবি একই উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে মূল হোতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে লুট হওয়া কিছু স্বর্ণালংকার ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

গত ১৯ অক্টোবর রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় ওই ব্যবসায়ীর বাসায় সংঘটিত হয় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। সেদিন সকালে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্ত্রীকে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং ঘরে থাকা আলমারির তালা ভেঙে নগদ প্রায় ৩২ লাখ টাকা ও ১০৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

DR
আরও পড়ুন