দিনাজপুর, পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে শীতের মাত্রা ক্রমেই বাড়ছে। ভোরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের উপস্থিতি আরও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আদ্রতার মাত্রা ছিল ৯১ শতাংশ।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে অন্যতম হিসেবে উল্লেখযোগ্য পঞ্চগড়ের তেতুলিয়ায় সকাল ছয়টায় ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীত মৌসুমে তেতুলিয়া প্রায়ই দেশের সর্বনিম্ন তাপমাত্রার জায়গা দখল করে রাখে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তরের হিমেল বাতাস ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। রাত ও ভোরে তাপমাত্রা আরও কমতে পারে। তিনি জানান, নভেম্বরের শেষ দিক থেকেই শীতের প্রভাব আরও বাড়বে এবং ধীরে ধীরে উত্তরাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়বে।
শীতের আগমন অনুভূত হওয়ায় মানুষজন এখন থেকেই গরম কাপড় ব্যবহার শুরু করেছে। বিশেষ করে ভোরবেলার পথচারী, শ্রমজীবী মানুষ এবং স্কুলের শিক্ষার্থীরা তীব্র ঠাণ্ডা অনুভব করছেন।
উত্তরাঞ্চলে তাপমাত্রা যেমন কমছে, তেমনি আগামী কয়েক দিনে শীত আরও জোরালোভাবে অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।