সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। জেলায় ১৬২টি মণ্ডপে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। ঝালকাঠির জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. নাসিম, জেলা পরিষদ নির্বাহী ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামসহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সন্ধ্যায় প্রতিমা বিসর্জন পর্যন্ত কঠোর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন জেলা প্রশাসক।
জেলায় সদর উপজেলায় ৭৫টি মণ্ডপে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে। অন্যান্য উপজেলার মধ্যে নলছিটিতে ২৪ টি, কাঠালিয়ায় ৪৫টি, রাজাপুরে ১৮টি মণ্ডপে এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।