রাঙামাটির কাপ্তাইয়ে এক বিএনপি নেতাকে অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত ব্যক্তি কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক এবং কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বটন মল্লিক (৪৩)। তিনি চন্দ্রঘোনা কয়লার ডিপো এলাকার সুনীল মল্লিকের ছেলে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন ও সাংগঠনিক সম্পাদক উ থোয়াই মং মারমা লিখিতভাবে দলীয় প্যাডে তাকে বহিষ্কার করে।
এর আগে গত বুধবার তাকে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ আটক করে কাপ্তাই থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করে।
কাপ্তাই উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি প্রকাশ করেন।