টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার ১৯ দিন পার হলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণীর স্কুলছাত্র সীমান্ত হোসেন (১৩)। এদিকে একমাত্র পুত্রকে না পেয়ে পরিবারে চলছে আহাজারি। সন্তানকে না পেয়ে অসহায় মা-বাবার কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে আসছে। মির্জাপুর থানায় অভিযোগ করা হলেও এখনো সীমান্তের সন্ধান পায়নি পুলিশ।
নিখোঁজ সীমান্ত হোসেন মির্জাপুরের ৮নং ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল ধল্লাপাড়া গ্রামের শাহআলম মিয়ার ছেলে। সে কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিখোঁজ সীমান্তের দাদা মিরাজ মিয়া এসব কথা জানান।
জানা গেছে, গত ২৪ আগস্ট সীমান্ত বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিস পায়নি তার পরিবার। সীমান্ত নিখোঁজ হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর মির্জাপুর থানায় অভিযোগ করেন তার দাদা মিরাজ মিয়া। অভিযোগ পাওয়ার পর তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় মির্জাপুর থানা পুলিশ। তবে ১৯ দিন পার হলেও তাকে উদ্ধার করা যায়নি।
এদিকে সন্তানকে না পেয়ে তার বাবা -মা বারবার মুর্ছা যাচ্ছেন। বুক চাপড়ে বারবার বলছেন, আমার বুকের মানিক, কলিজার টুকরাকে ফিরিয়ে এনে দাও।
সীমান্তর বাবা শাহআলম মিয়া বলেন, গত ১৯ দিন ধরে সীমান্ত নিখোঁজ। আমাদের ধারণা, অপরাধীরা আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি আমার ছেলেকে যে কোন উপায়ে ফিরে পেতে চাই। পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে আবেদন করছি আমার সন্তানকে ফিরিয়ে এনে দিতে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, নিখোঁজ স্কুল ছাত্র সীমান্তর পরিবার থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে তাকে উদ্ধারের জন্য।