কক্সবাজারের রামুতে ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ভাতিজি ফাতেমা বেগমকে (৩) কুপিয়ে হত্যা করেছে নুরুল হাকিম নামে এক ব্যক্তি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম একই এলাকার নুরুল আজিমের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আরিফ হোসাইন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন বলেন, ওই শিশুর আপন চাচা নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য ভাই-ভাবিকে প্রতিনিয়ত বিরক্ত করতেন। গতকাল রাতেও নুরুল হাকিম ভাবির কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবির সাথে তর্কাতর্কি শুরু করেন।
একপর্যায়ে ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করলে ভাবি দৌঁড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে তার মাথায় কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা