গাজীপুরের কালিয়াকৈরে একটি পলিমার কারখানায় যন্ত্র বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোর্ড মিল এলাকার ‘মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’ এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- কালিয়াকৈরের মাটিকাটা এলাকার বাবুল হোসেন (১৮) এবং পূর্ব চান্দরা এলাকার রবিউল ইসলাম (২৩)। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর দগ্ধদের প্রথমে সফিপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, ‘আগুনে বাবুলের শরীরের ৪৫ শতাংশ এবং রবিউলের প্রায় ১৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।’
কারখানা কর্তৃপক্ষ জানায়, ‘ওই কারখানায় প্লাস্টিকের পানির ট্যাংক তৈরি করা হয়। কাজ চলাকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি মেশিন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ওই দুই শ্রমিক দগ্ধ হন।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির হোসেন জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার অন্য শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণে দুজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।’