পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক নারীকে (৩৫) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন এবং সেই ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারীর ভাশুরের ছেলে টুটুল সিকদার বাদী হয়ে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার মিঠারকুল গ্রামের মৃত সাহেব আলী সিকদারের ছেলে হেলাল সিকদার (৩৫), মিলন সিকদার (৩৮) ও দেলোয়ার ওরফে দেলাল সিকদার (৩০); মৃত মকবুল সিকদারের ছেলে নান্নু সিকদার (৩৪) এবং সালেক সিকদারের ছেলে মামুন সিকদার (২৭)। তারা সবাই স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে স্থানীয় ফোরকান মোল্লার ব্যবসায়িক সম্পর্ক ছিল। গত ৬ আগস্ট রাতে ফোরকান মোল্লা ওই নারীর বাড়িতে যান। অভিযুক্তদের সঙ্গে ওই পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জেরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে এবং নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাদের ‘পরকীয়া’র অপবাদ দেয়। একপর্যায়ে ওই নারী ও ফোরকান মোল্লাকে বিবস্ত্র করে বেঁধে পৈশাচিক নির্যাতন চালায় এবং ভিডিও ধারণ করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী ও পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে বিবস্ত্র করে বুকের ওপর পা দিয়ে চেপে ধরে নির্মম নির্যাতন করা হচ্ছে। বাঁচার আকুতি জানালেও নির্যাতনকারীরা থামেনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্যাতনকারীরা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না থাকায় তারা ঘরে থাকা প্রায় ২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। দাবিকৃত বাকি টাকা ২ দিনের মধ্যে না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। শেষ পর্যন্ত টাকা না পেয়ে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনার পর থেকে মানসম্মানের ভয়ে এবং অভিযুক্তদের হুমকির মুখে ভুক্তভোগী নারী ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মুঠোফোনে ভুক্তভোগী নারী বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে ষড়যন্ত্র করে আমার মানসম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমি দীর্ঘ দিন ধরে বাড়ি ছাড়া। আমি বাড়ি ফিরে শান্তিতে বসবাস করতে চাই এবং এই অন্যায়ের বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত হেলাল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, নিহত ১
ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন