কাউন্সিলরদের পুনর্বহালের দাবি ঝিনাইদহে মানববন্ধন

নাগরিকদের ভোগান্তি দূর ও পৌরসভার সেবা নিশ্চিত করতে ঝিনাইদহে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পুর্নবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে ঝিনাইদহের ছয় পৌরসভার কাউন্সিলর, পৌরবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলরদের পুর্ণবহালের দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর রুহুল আমিন মিন্টু, সামসুল আরেফীন কায়সার, ফারহানা রেজা আঞ্জুসহ অন্যান্যরা।