ভোটকেন্দ্রে বহিরাগত পৌর কাউন্সিলর আটক

আপডেট : ২৯ মে ২০২৪, ১০:৪২ এএম

বগুড়ার শাজাহানপুরে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর নির্বাচনী বুথ থেকে বহিরাগত পৌর কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে  আনারস প্রার্থীর পক্ষে স্লিপ বিতরণের অভিযোগে তাকে আটক করা হয়। 

আটক শুভ ইমরান শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর। ভোটকেন্দ্রে তিনি সাজেদুর রহমান সাহীনের আনারস প্রতীকের হয়ে কাজ করছিলেন। 

শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন, বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার কাউন্সিলর ইমরান শুভ আনারস প্রতীকের পক্ষে স্লিপ বিতরণ করছিলেন। মূলত তিনি একজন বহিরাগত। বহিরাগত হয়ে তিনি এ কাজ করতে পারেন না। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

AHA/AST
আরও পড়ুন