রাজশাহী বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের আটটি জেলার প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী রাজশাহী জেলার ছয়টি আসনে প্রার্থী হয়েছেন যথাক্রমে
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে মো. শফিক উদ্দিন, 
রাজশাহী-২ (সদর) আসনে মোহাম্মদ মিজানুর রহমান মিনু, 
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে মোহাম্মদ শফিকুল হক মিলন, 
রাজশাহী-৪ (বাগমারা) আসনে ডি.এম.ডি. জিয়াউর রহমান, 
রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে অধ্যাপক নজরুল ইসলাম এবং 
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে আবু সাঈদ চাঁদ।

এছাড়া,  চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনেই বিএনপির প্রার্থী দিয়েছেন-
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে শাজাহান মিয়া,
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট–গোমস্তাপুর- নাচোল) আসনে মো. আমিনুল ইসলাম এবং
চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে মো. হারুনুর রশিদ। 
 
নাটোরের চারটি আসনে প্রার্থী হয়েছেন
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ফারহানা শারমিন, 
নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু 
নাটোর-৩ আসন ফাঁকা রয়েছে,
নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে এম. আব্দুল আজিজ। 

সিরাজগঞ্জের পাঁচটি আসনে প্রার্থী হয়েছেন
সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ) আসন ফাঁকা রয়েছে। 
সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, 
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে ভিপি আয়নুল হক, 
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এম. এ. আকবর আলী, 
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে মো. হাফিজুর রহমান খান এবং 
সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর) এমএ মুহিত।

পাবনার পাঁচ আসনে প্রার্থী হয়েছেন-
পাবনা-১ (সাঁথিয়া) আসন ফাঁকা রয়েছে। 
পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে এ কে এম. সেলিম রেজা হাবিব, 
পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে মো. হাসান জাফির তুহিন, 
পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিব এবং 
পাবনা-৫ (সদর) আসনে মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

নওগাঁর পাঁচ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন-
নওগাঁ-১ (পত্নীতলা পোড়শা-সাপাহার–নিয়ামতপুর) আসনে মো. মোস্তাফিজুর রহমান, 
নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনে মো. শামসুজ্জোহা খান, 
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনে মো. ফজলে হুদা বাবুল, 
নওগাঁ-৪ (মান্দা) আসনে ইকরামুল বারী টিপু এবং 
নওগাঁ-৫ (সদর) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

জয়পুরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী হয়েছেন-
জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে মো. মাসুদ রানা প্রধান এবং 
জয়পুরহাট-২ (আক্কেলপুর–ক্ষেতলাল–কালাই) আসনে আব্দুল বারি।
 
বগুড়ার ছয়টি আসনের প্রার্থী হয়েছেন-
বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, 
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি, 
বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, 
বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনে মোশাররফ হোসেন, 
বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, 
বগুড়া-৬ (সদর) তারেক রহমান এবং 
বগুড়া-৬ (গাবতলী–শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়া।