‘সুগার ড্যাডি’ চক্র দমনে সুপ্রিম কোর্টের আইনি নোটিশ

সম্প্রতি দেশে ‘সুগার ড্যাডি’ নামে পরিচিত এক সামাজিক ও অর্থনৈতিক সংকট দ্রুত ছড়িয়ে পড়ছে। যা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই চক্র দমনে সুপ্রিম কোর্ট থেকে আইনি নোটিশ দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টির ক্রমবর্ধমান দুশ্চিন্তা বিবেচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই চক্রের কারণে তরুণীরা ভয়াবহ মানসিক অস্থিরতায় পড়ে যাচ্ছে এবং তাদের কাছে বিভিন্ন বিলাসবহুল উপহার যেমন নগদ টাকা, গাড়ি, বিদেশ ভ্রমণ, দামি ফোন ইত্যাদি পৌঁছে দেওয়া হচ্ছে যা অনিয়ন্ত্রিত ও অবৈধ অর্থায়নের অংশ। এছাড়াও চক্রের মাধ্যমে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা অর্থের লোভ দেখিয়ে বিশেষ করে আর্থিকভাবে দুর্বল তরুণীদের সঙ্গে বিবাহ বহির্ভূত অসামাজিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও ডিজিটালভাবে শোষণ করছে।

নোটিশে আরও বলা হয়, কিছু তরুণীকে গোপনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ব্ল্যাকমেইলিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, যা তাদের মানসিক ও সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একই সাথে চক্রটি পারিবারিক ভাঙন, সামাজিক অবক্ষয় এবং জাতীয় নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।

আইনজীবী মাহমুদুল হাসান সরকারের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, সাইবার ক্রাইম ইউনিট ও এনবিআরকে একসঙ্গে নিয়ে একটি শক্তিশালী জাতীয় টাস্কফোর্স গঠন করতে হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। নোটিশে সাত কার্যদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়েরের হুমকি দেয়া হয়েছে।

এছাড়া সমাজের সকল স্তরের নাগরিকের প্রতি এই চক্রের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।