ইউসিএসআই ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে মে ২০২৫ সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) রাজধানীর বনানীতে ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবক ও  শিক্ষকেরা অংশ নেন।

নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত ও ইউনিভার্সিটির পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন চিফ একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক এ কে এনামুল হক। এর পর ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া, ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী ও অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার শিক্ষা দেয় ইউসিএসআই ইউনিভার্সিটি। এ ছাড়া বাস্তব ও জীবনমুখী উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার, পুনরাবিষ্কারের শিক্ষাও দেয়।

বক্তারা আরও বলেন, দেশের বাইরের খ্যাতনামা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা বা স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু নানা কারণে কারও কারও পক্ষে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। ২০২৩ সালে সেই সুযোগ করে দেয় মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাস। বাংলাদেশ সরকার-কর্তৃক অনুমোদিত প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এটি।