একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম ধাপে নির্বাচিত হয়নি অথবা মনোনীত কলেজ পছন্দ নয় তারা পুনরায় আবেদন করতে পারবেন। এই ধাপে যারা আবেদন করবেন, তাদের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে মোট ৮ হাজার ১৫টি কলেজ ও মাদ্রাসা একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানে মোট আসন রয়েছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি।

এর মধ্যে প্রথম ধাপে আবেদন করেছিল ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। তবে প্রায় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে মনোনীত হয়নি, যারা এখন দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

দ্বিতীয় ধাপে ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এরপর তৃতীয় ও শেষ ধাপে আবেদনের সুযোগ থাকবে। সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।