ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রথম ধাপে কলেজ পায়নি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৩ পিএম

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, প্রথম ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ–৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও রয়েছেন। তবে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এটি আসন সংকটের কারণে নয় বরং পছন্দের তালিকায় কেবল জনপ্রিয় কলেজগুলোকে রাখায় এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী বাস্তবসম্মত সিদ্ধান্ত না নেওয়ায় অনেক শিক্ষার্থী বাদ পড়েছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ৯৭১ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৬ হাজারের বেশি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আবেদন পড়েছে প্রায় ৩৫ হাজার। এমন পরিস্থিতিতে নম্বর কম হলেও জনপ্রিয় কলেজ বেছে নেওয়ায় অনেকে সুযোগ পাননি। 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর রিজাউল হক বলেন, শিক্ষার্থীরা নম্বরের দিকে নজর না দিয়ে শুধু ভালো কলেজকে লক্ষ্য করেছে, ফলে অনেকে বাদ পড়েছে। তবে এতে তাদের ভর্তিতে সমস্যা হবে না। প্রথম ধাপে যারা কলেজ পায়নি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে স্থানান্তরিত হবে এবং শিক্ষার্থীরা চাইলে নতুন করে অন্য কলেজ যোগ করতে পারবে।

জানা গেছে, এবার ভর্তির জন্য আবেদন করেছিলেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করেছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। প্রথম ধাপে কলেজে মনোনয়ন পেয়েছেন মোট আবেদনকারীর প্রায় ৯৮ শতাংশ। বাকি ২ শতাংশ শিক্ষার্থী কলেজ পাননি। সারা দেশের ভর্তিযোগ্য কলেজগুলোর মধ্যে ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী মনোনীত হলেও ৫ শতাংশ কলেজে একজনও ভর্তি হয়নি। এমনকি ১০টি কলেজে কোনো আবেদনই পড়েনি। অর্থাৎ আসন পর্যাপ্ত থাকলেও জনপ্রিয় কলেজগুলোকেই ঘিরে শিক্ষার্থীদের একপেশে ঝোঁক অনেককে পিছিয়ে দিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বোর্ডভিত্তিক সর্বাধিক আবেদন পড়েছে ঢাকায়—২ লাখ ২৯ হাজার ৫৪৩ জন। এরপর মাদরাসা বোর্ডে আবেদন করেছেন ১ লাখ ৫৭ হাজার ১৮২ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে আবেদন পড়েছে ১ লাখ ২৯ হাজার ১৪ জন। গত শিক্ষাবর্ষেও প্রথম ধাপে কলেজ পাননি ৪৮ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে সাড়ে ৮ হাজার ছিলেন জিপিএ–৫ পাওয়া। এ বছর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বিষয়টি শিক্ষার্থীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণ করা হবে ২৩ থেকে ২৫ আগস্ট এবং এই ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর নেওয়া হবে তৃতীয় ধাপের আবেদন। চূড়ান্তভাবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, আসনের কোনো সংকট নেই, তাই শেষ পর্যন্ত সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হতে পারবে।

SN
আরও পড়ুন