ডাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে: আপিল বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই নির্দেশ দিয়েছেন।

এর আগে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্থগিত করার রায় দেয়। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগ আবেদন করলে রায় স্থগিত করে নির্বাচন আয়োজনের পথে বাধাহীন নির্দেশ দেয় আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম রিট দায়ের করেন। হাইকোর্ট ওই রিটের ভিত্তিতে নির্বাচন স্থগিত করে।

তবে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগ নির্দেশ দেয় আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত নির্বাচন সম্পন্ন করতে হবে।

এদিকে, হাইকোর্ট রিটকারিকে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার নির্দেশ দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে চলমান এই আইনি জটিলতার মধ্যেও এবার নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।