ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের অশালীন, সহিংস ও হয়রানিমূলক আচরণ বিশ্ববিদ্যালয়ে সহ্য করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
১ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের পর ডাকসু নির্বাচন স্থগিত হলে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাহমিদা আলম আদালতে এই রিট করেছিলেন, যার ফলে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল হয় এবং নির্বাচন স্থগিত করা হয়।
এ ঘটনার জেরে আলী হুসেন নামের শিক্ষার্থী তার ফেসবুক প্রোফাইলে ফাহমিদার একটি ছবি পোস্ট করে ধর্ষণের হুমকি দেয়। পোস্টে লেখা ছিল, হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক নিন্দা তৈরি হয়।
বর্তমানে হুমকিদাতা শিক্ষার্থীর ফেসবুক আইডিটি ডিএক্টিভেট রয়েছে। সহপাঠীদের বরাতে জানা গেছে, আলী হুসেন নিজেই আইডিটি পরিচালনা করতেন এবং তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনার বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকে এই ঘটনাকে ‘শিক্ষাঙ্গনের জন্য লজ্জাজনক ও ভয়াবহ বার্তা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে ছাত্র রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের বিষয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন অনেকেই, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
