আমানতের খেয়ানত করা হবে না: জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ হোসেন। নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এই দায়িত্ব একান্তই একটি আমানত। এর খেয়ানত করা হবে না। কারণ, কেয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জিএস ফরহাদ বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’

তিনি আরও বলেন, এই বিজয় ব্যক্তি ফরহাদের নয়। আমি মনে করি, এই পদে দায়িত্ব পাওয়া একটি গুরুদায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা’

যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা আমাকে ভোট দেননি, তারাও আমারই সহপাঠী, ভাই-বোন। আমি তাদের সবার প্রতিনিধি। এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে ফরহাদ বলেন, আমি কোনো বিজয় মিছিল করবো না, করতেও চাই না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটিই যথেষ্ট।