এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে। ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে বলে ভিডিও বার্তা দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছে ভট্টি। যেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিঠুনকে।
গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন তিনি। সেই বক্তব্যের জের ধরেই ভিডিও বার্তায় মিঠুনকে হুমকি দেওয়া হয়েছে।
মিঠুনকে এমন হুমকি তাও আবার পাকিস্তানের গ্যাংস্টারের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার শোরগোল পড়ে গেছে।
এদিকে একের পর হুমকিবার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডেও। লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সালমান খান। সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখ খান। সেই তালিকায় এবার যোগ হল মিঠুনের নাম।