ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তার উপস্থিতিতে ‘উস্কানিমূলক’ মন্তব্য করায় বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) কলকাতার বৌবাজার থানায় দায়েরকৃত অভিযোগে মিঠুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহের অভিযানে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কর্মসূচি সংক্রান্ত এক সভায় ২৭ অক্টোবর উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন। এসময় লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের একটি ‘বিতর্কিত’ মন্তব্য টেনে মিঠুন বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন। কিন্তু তাকে কিছু বলা হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না, তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’
অভিনেতা আরও বলেন, ‘এমন সদস্য চাই, যারা বুক চিতিয়ে বলবেন, মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যারা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা চারটা ছিঁড়ব। এটা সত্যি। নইলে জিততে পারব না।’
ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেন, ‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।’
তার এই মন্তব্যের জেরেই এ অভিযোগ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে।
