অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে মডেল-অভিনেতা রহমান শালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, আমি জানি আমার ঘর বাঁধার ব্যাপারে লোকের প্রচুর আগ্রহ। আমি বিয়ে করছি বলে তারা হয়তো ভাবতে বিয়ের ব্যাপারে আমার মনোভাব বদলে গেছে। ঘটনাটা তা নয়। বিয়ে, এই প্রতিষ্ঠানটিকে আমি সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে আমি সম্পর্কের বন্ধুত্বের উপর আগের মত গুরুত্ব দিচ্ছি না।
তিনি আরও বলেন, সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটাকে আমি খুবই বিশ্বাস করি। কোনো সম্পর্কে যদি সেটা থাকে, তাহলে সম্পর্কটা এগোতে পারে। কিন্তু তাতেও সম্মান থাকাটা খুব জরুরি। এবং স্বাধীনতা খুব জরুরি।
২০১৮ সালে মডেল রহমান শালের সম্পর্কে গেছেন সুস্মিতা সেন। তারপরে ২০২১ সালে বছরের শেষে ঘোষণা করেছিলেন ১০ বছরের ছোট প্রেমিক রহমানের সঙ্গে সম্পর্ক শেষের কথা। এরপর অভিনেত্রী ২০২২ সালে ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্ক নিয়ে সুস্মিতাকে কটাক্ষের শিকারও হতে হয়।
এরপরে আবার রহমান শালের সঙ্গে সম্পর্কে ফিরে আসেন সুস্মিতা। এই জুটিকে বহু ইভেন্টে হাত ধরে দেখা গেছে।