বলিউডের গ্ল্যামার জগতে এক সময় দাপটের সঙ্গে রাজত্ব করা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। ভক্তদের আলোচনায় তিনি এখনও তুমুলভাবে প্রাসঙ্গিক। এবার নতুন করে খবরের শিরোনাম হলেন বিয়ে নিয়ে।
পঞ্চাশ ছুঁইছুঁই বয়সে এখনও অবিবাহিত এই অভিনেত্রী এবার নিজেই জানালেন- তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তবে রয়েছে একটি বিশেষ শর্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন একজন মানুষকে চাই, যার সঙ্গে আমার মন একসুতে বাঁধা থাকবে। যে দিনরাত আমাকে ভালোবাসবে, প্রতিটি মুহূর্তে আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ পাওয়া তো সত্যিই কঠিন। যেদিন এমন কাউকে পাব, সেদিনই বিয়ে করব।’

তিনি আরও বলেন, ‘শুনতে আজব লাগলেও, আমার চাহিদার তালিকা অনেক বড়। সেই তালিকা পূরণ করতে পারলেই কেবল আমি তাকে বিয়ে করব। না হলে আমি একাই ভালো আছি।’
সুস্মিতা সেনের প্রেমের ইতিহাস বলিউডে বেশ আলোচিত। নিজের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তিনি। তার জীবনে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁ ব্যবসায়ী হৃতিক ভাসিনসহ বেশ কয়েকজন পুরুষ। সর্বশেষ তাকে দেখা গেছে পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে।
অভিনয়ের ক্ষেত্রে সুস্মিতাকে সর্বশেষ দেখা গেছে রাম মাধবানি পরিচালিত ওয়েব সিরিজ ‘আরিয়া: অন্তিম বার’-এ। সিরিজটিতে তার সঙ্গে আরও অভিনয় করেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি ও আরুষি বাজাজ।
সুস্মিতা সেনের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও প্রমাণ করে, নিজের জীবন নিয়ে তিনি কতটা স্বাধীনচেতা এবং স্পষ্টভাষী। এখন দেখার পালা-তাঁর শর্ত পূরণ করে এমন একজন ‘বিশেষ মানুষ’ আদৌ খুঁজে পাওয়া যায় কি না!
