ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ে নিয়ে যা বললেন সুস্মিতা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম

বলিউড কাঁপানো অভিনেত্রী সুস্মিতা সেন। ক্যারিয়ারে অভিনয় করেছেন সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও অজয় দেবগনসহ মেগাতারকাদের সঙ্গে। অভিনয়ে সাফল্যের দেখা পেলেও বাস্তব জীবনে ব্যর্থতায় পূর্ণ নায়িকার জীবন। পঞ্চাশ ছুঁইছুঁই বয়সে এখনও অবিবাহিত তিনি। অনেকেরই তাই কৌতূহল, কেন বিয়ে করেননি সুস্মিতা! এবার সেই অজানা কারণ জানিয়েছেন সুস্মিতা নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি বিয়ে করতে চাইলেও তার দুই মেয়ে তাদের মাকে বিয়ে দিতে চায় না। তবে বিয়ে না হওয়ায় কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং জীবনের বড় ভুল থেকে বেঁচে গেছেন ভেবেই স্বস্তি পান তিনি।

এ বিষয়ে সুস্মিতা গণমাধ্যমকে বলেন, মানুষ যত বেশি প্রেমের সম্পর্কে থাকবেন, ততবেশি সম্পর্কের বিকাশ ঘটবে। আমি অনেক বার ভালোবেসেছি, ভালোবাসা হারিয়েছি। তবে জীবনে যাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছি তারা কেউ বিয়ের যোগ্য ছিলেন না।’

প্রসঙ্গত, অভিনেত্রীকে সর্বশেষ ২০১৫ সালে মুক্তপ্রাপ্ত ‘নির্বাক’ সিনেমায় দেখা গিয়েছিল। 

SN/KK
আরও পড়ুন