উপদেষ্টা হয়ে কতটা বদলে গেছেন ফারুকী, জানালেন তিশা

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ আগামী শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বুধবার (১১ ডিসেম্বর) সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ার শোয়ের। যেখানে নির্মাতা ফারুকীসহ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিশেষ ব্যক্তিবর্গরা।  

এদিন বরাবরের মতোই ফারুকীর পাশে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নির্মাতা ফারুকীর উপদেষ্টা হওয়ার গল্প, নতুন এই পথচলা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, উপদেষ্টা হওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে ফারুকীর? জবাবে তিশা বলেন, ‘আগে উনি কখনো অফিস করেননি। এখন নিয়ম মেনে অফিস করতে হচ্ছে। প্রতিদিনই অফিসে সময় দিচ্ছেন। দেখা যাচ্ছে, শুক্রবার-শনিবারও কাজ নিয়ে ব্যস্ত থাকছেন।’

তিশার কথা শেষ হতে না হতেই ফারুকী বললেন, ‘হ্যাঁ আমি অফিস করছি সময়মতো। কিন্তু সেটা নয়টা থেকে পাঁচটা নয়। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত। আমাকে সবসময়ই কাজের মধ্যেই থাকতে হচ্ছে।’

এরপর তিশা বললেন, ‘যে যেই কাজটি ভালোবেসে করে তার অবশ্য কোনো ধরাবাধা সময় থাকে না, ছুটিও থাকে না।’ 

সবশেষ অভিনেত্রী জানালেন, উপদেষ্টা স্বামী নিয়মিত অফিস করেন, তাই বাসা থেকেই প্রতিদিন খাবার দিয়ে দেন তিনি।