ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক জিনিস: ফারুকী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম

স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের মেলায় স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে আলোচনা সেটা বেদনার।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপদেষ্টা ফারুকী এক ফেসবুকে পোস্টে এ কথা বলেন।

ফেসবুকে পোস্টে উপদেষ্টা লিখেছেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে; সেখানে যেকোনো কারণেই হোক বইমেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো, এটা আমাদের জন্য বেদনার। 

ওই ফেসবুকে পোস্টে তিনি আরও বলেন, এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় ও ক্ষোভ আমাদেরও। 

তিনি লিখেছেন, যাই হোক- বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, সোমবার থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।

এর আগে, রোববার দুপুরে অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে দেয় বাংলা একাডেমি। এরপর এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মেলা কর্তৃপক্ষ। পরে এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি।

SN
আরও পড়ুন