দেশের স্বাস্থ্য সেবায় বড় এক পদোন্নতির খবর এসেছে। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০১ জন চিকিৎসককে অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশ ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনার পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে পেডিয়াটিক্স বিভাগে ১১ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগে ১২ জন, সার্জারি বিভাগে ২৭ জন, অর্থোপেডিক সার্জারি বিভাগে ছয়জন, মেডিসিন ৩৪ জন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগে নয়জন, ইউরোলজি বিভাগে একজন এবং রেডিওলজি বিভাগে একজন রয়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ জানুয়ারি মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।
‘সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না’ বলা হয় প্রজ্ঞাপনে।