জবি প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে রুদ্র সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
রুদ্র সরকার বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে। পিতা সাবলু সরকার পেশায় গ্রাম্য চিকিৎসক। দুই ভাই-বোনের মধ্যে রুদ্র ছিলো ছোট।
জানা গেছে, রুদ্র সুত্রাপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। গত মাসের মাঝামাঝি জ্বরে আক্রান্ত হলে প্রাথমিক পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি। অবস্থার অবনতি হলে ২৯ জুলাই কুড়িগ্রামে আবারও পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়। তাকে প্রথমে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার কিডনি ও ফুসফুসে সংক্রমণ হলে বুধবার ঢাকায় স্থানান্তর করা হয়।
রুদ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম। তিনি বলেন, এবছর ডেঙ্গুতে বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন ছাত্র মারা গেলো। ডেঙ্গু বিষয়ে আরও সচেতন হতে হবে শিক্ষার্থীদের।