দেশের খ্যাতনামা চিকিৎসক নাক, কান, গলা বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. প্রফেসর এম আর খানের ১৩ তম মৃত্যুবার্ষিকী শনিবার (৮ ফেব্রুয়ারি)। খবর সংবাদ বিজ্ঞপ্তি’র।
এ উপলক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনায় তার প্রতিষ্ঠিত ঢাকার মিরপুর-১৪তে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে মার্কস গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মার্কস মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. প্রফেসর এম আর খান সমাজসেবক, শিক্ষানুরাগী, পরোপকারী, সৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে তার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।
তিনি চিকিৎসা সেবায় মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ক্যানসার হাসপাতাল, নার্সিং কলেজ, টেকিনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা ছাড়াও তার নিজ এলাকায় গার্লস স্কুল ও জিকে আইডিয়াল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন।
এ ছাড়া মাগুরার শ্রীপুরের কমলাপুর গ্রামে নির্মাণ করেন কলেজ-মাদ্রাসা ও মসজিদ।
২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।